ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
বাকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হবে।

সর্বমোট ১১টি পদের বিপরীতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামীপন্থি গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এবং বিএনপিপন্থি সোনালী দলের শিক্ষকবৃন্দ।

নির্বাচনকে ঘিরে দু’দলের প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা গেছে।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া এবং সদস্য সচিব হিসেবে থাকবেন অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন।

এদিকে, সোনালী দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড.শহীদুল হক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন অধ্যাপক ড. মাহবুব আলম।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড.ফজলুল আউয়াল মোল্লাহ্ জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফোরামের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দ জয়ের ব্যাপারে আশাবাদী।

গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ঘোষিত প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ড. লুৎফুল হাসান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আখতার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড.মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড.আবু হাদী নূর আলী খান, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের জন্য লড়ছেন অধ্যাপক ড.মহিউদ্দিন আহমদ, অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, অধ্যাপক ড. গোলাম ফারুক, অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, মোহাম্মদ আল মামুন এবং ইসমত।

অন্যদিকে, সোনালী দল ঘোষিত প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ড.আবুল হাশেম, সহ-সভাপতি পদে অধ্যাপক ড.আক্তারুজ্জমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড.আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. হারুণ-অর রশিদ, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ আলম মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের জন্য লড়ছেন অধ্যাপক ড.মো. নূরুল হক, অধ্যাপক ড.আবদুল কুদ্দুছ, অধ্যাপক ড.শাহ্রোজ মাহেন হক, অধ্যাপক ড.হাবিবুর রহমান, অধ্যাপক ড. খায়রুল হাসান ভূঞা এবং একেএম আহসান কবীর।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।