ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় শক্তিশালী জালিয়াত চক্র সক্রিয়

জনাব আলী, রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় শক্তিশালী জালিয়াত চক্র সক্রিয়

রাবি: শক্তিশালী জালিয়াত চক্রের দৌরাত্ম্যের শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় একের পর এক ডিজিটাল জালিয়াতির ঘটনা ঘটছে।



প্রশাসনের কঠোর পদক্ষেপেও থামছে না জালিয়াতির ঘটনা। মোটা অংকের অর্থের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে এ জালিয়াতি করছে চক্রগুলো।

ভর্তি পরীক্ষার চতুর্থ দিন রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত  ইউনিট-F (বিজ্ঞান গ্রুপ), বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ইউনিট- F (অ-বিজ্ঞান গ্রুপ) এবং দুপুর ১টা থেকে ২টা ইউনিট- G এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন শুক্রবার (২৪ জানুয়ারি) চারজন আটকের পর তৃতীয় দিন শনিবার জালিয়াতির ঘটনায় আরো চারজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা জালিয়াত চক্রের প্রতারণার শিকার। তাদের প্রলোভন দেখিয়ে জালিয়াতে উৎসাহী করা হচ্ছে।

জালিয়াত চক্রের মূল হোতাদের ধরতে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে উল্লেখ করে তিনি জানান, জালিয়াত চক্রের সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিন্তু মূল হোতাদের ধরার স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

ভর্তি পরীক্ষায় মোবাইলে জালিয়াতিকালে শনিবার আটক করা হয়- দিনাজপুর জেলার রশ্মি, ঝিনাইদহের রিপন হোসেন, রুয়েটের মেকানিকাল ইঞ্জানিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীম হোসেন ও ঢাকার কল্লোল হোসেনকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, শনিবার ৯টা থেকে শুরু হওয়া বিজ্ঞান অনুষদের C ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৩৪ নম্বর কক্ষ থেকে রিপন হোসেনকে নাজমুন নাহার প্রীতি নামের এক আবেদনকারীর পরিবর্তে পরীক্ষা দেওয়ায় সময় আটক করা হয়।

একই সময়ে ওই ভবনের ৪১২ নম্বর কক্ষ থেকে মোবাইলে উত্তর সংগ্রহ করার সময়ে রশ্মি নামের এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। রশ্মি জানায়, দুই লাখ টাকার চুক্তিতে সে পরীক্ষা দিচ্ছিল। পরে অন্যের হয়ে রশ্মিকে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে চক্রের সদস্য কল্লোল হোসেনকে আটক করা হয়।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবন থেকে রুহিন নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দেওয়ায় শামীম হোসেন নামে অপরজনকে  আটক করা হয়।

মতিহার থানার উপপরিদর্শক জিএম শামসুন নুর জানান, আটক হওয়া জালিয়াত চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।