ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সোমবার জবিতে হল উদ্ধার আন্দোলন দিবসে বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
সোমবার জবিতে হল উদ্ধার আন্দোলন দিবসে বিক্ষোভ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)  হল উদ্ধার আন্দোলন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট ও  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বেদখলকৃত হল উদ্ধারসহ নতুল হল নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।



এছাড়া বেলা ১২টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়
চত্বরে ‍বিক্ষোভ মিছিল করবে প্রগতিশীল ছাত্রজোট।

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজীব বাংলানিউজকে জানান, ২০০৯ সাল থেকে
হলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসলেও প্রশাসনের সদিচ্ছার কারণে এ দাবি পূরণ হচ্ছে না।  

হল উদ্ধারের আন্দোলনে ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের পাশে থেকে দাবি আদায়ে প্রশাসনকে বাধ্য করবে বলেও জানান তিনি।

জবি ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বাংলানিউজকে বলেন, হল উদ্ধারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আন্দোলনকে আরও বেগবান করবে।

জবি ছাত্র ফেডারেশনে সভাপতি তাহমিদা আক্তার বলেন, ‍শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছাত্র ফেডারেশন রাজপথে থেকে আদায় করবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৭ জানুয়ারি হল উদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী
সংঘর্ষের এ দিনটিকে জবি শিক্ষার্থীরা ‘হল উদ্ধার আন্দোলন দিবস হিসেবে পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।