ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তাণ্ডবকারী শিবিরের শাস্তি দাবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
তাণ্ডবকারী শিবিরের শাস্তি দাবি শিক্ষক সমিতির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিবিরের ‘নারকীয় তাণ্ডবলীলার’ সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ৠালি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অপরদিকে এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে শিবির।



সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে থেকে ‘শিবিরের নারকীয় তাণ্ডবে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ৠালি’ লেখা ব্যানার নিয়ে শতাধিক শিক্ষক পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এসময় ঘটনার নীরব প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণ করেন শিক্ষকরা। ৠালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়।

সমাবেশে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য বরাবর পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো শিক্ষকদের যানবাহনের ক্ষতিপূরণ প্রদান, দোষীদের বিশ্ববিদ্যালয়ের আইন, ফৌজদারী আইনে বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা প্রাচীর নির্মাণ এবং এক সপ্তাহের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।  

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ইউনুস বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করি তবে ওই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়া সম্ভব নয়।

সমিতির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের ইতিহাসে রাজাকার নিজামী-কাদের মোল্লার উত্তরসূরী  শিবির ক্যাম্পাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। ওই সন্ত্রাসীরা দেশকে পিছিয়ে নিতে চায়। আমাদের এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এ ঘটনায় শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭৮ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক শিবিরকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাতনামার নামে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দ‍ু’টির সত্যতা স্বীকার করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

রোববার বিকেলে পুরো ক্যাম্পাসে শিবির ক্যডারদের ভাংচুরের পর থেকেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার ক্লাস হয়নি অনেক বিভাগে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।