ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
রুয়েটে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু বুধবার

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট)২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি কার্যক্রম বুধবার সকাল ৯টায় শুরু হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রুয়েটের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি কোর্সে ৬৯০টি আসনে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩ হাজার ১৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া আর্কিটেকচার বিভাগে ৩০টি সিটে ভর্তির জন্য ১২৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার মেধাক্রম অনুযায়ী উল্লেখিত আসনে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। পরবর্তী ভর্তির তারিখ নোটিশ বোর্ডে এবং www.ru.ac.bd.com ওয়েবসাইট থেকে জানা যাবে।

এ বছর রুয়েটের ১০টি বিভাগে মোট ৭২৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।