ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবির ১৪ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
শাবির ১৪ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি: চেতনা ৭১ হামলার প্রতিবাদে ১৩ ডিসেম্বরে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির সভায় তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয় হয় বলে বাংলনিউজকে নিশ্চিত করেছেন প্রক্টর হিমাদ্রী শেখর রায়।



জানা যায়, বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।

তদন্ত কমিটিতে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক জহির বিন আলম, ফিজিক্স বিভাগের অধ্যাপক নাজিয়া হক, ইংরেজি বিভাগের মোহাম্মদ শফিকুল ইসলাম।

প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, এছাড়া কেন তাদের বহিষ্কার করা হবে না- এ মর্মে বহিষ্কৃতদের কারণ দর্শানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।