ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বন্দুকযুদ্ধে’ নেতাকর্মী ‘হত্যা’র নিন্দা মির্জা ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
‘বন্দুকযুদ্ধে’ নেতাকর্মী ‘হত্যা’র নিন্দা মির্জা ফখরুলের

ঢাকা: নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও সিরাজগঞ্জ জেলা সায়েদাবাদ ইউনিয়নের ছাত্রদল সভাপতি বাবুল মিয়াসহ নেতাকর্মীদের ‘বন্দুকযুদ্ধে’র নামে ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিবৃতিতে দাবি করেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে মাধ্যমে গঠিত ‘অবৈধ’ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দেশব্যাপী বিরোধী দল নিধনের এক মহাপরিকল্পনা প্রণয়ন করে ক্রসফায়ারে হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার, মামলা, হামলার মাধ্যমে তা নিষ্ঠুরভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সোনাইমুড়ি উপজেলা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, ফেনী জেলা ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও  সিরাজগঞ্জ জেলা ছাত্রনেতা বাবুল মিয়াকে নির্মমভাবে হত্যা এই নীল-নকশা বাস্তবায়নের অংশ। কোনো সভ্য সমাজে এই ধরণের আইন-বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বিরল। একদলীয় শাসনকে চিরস্থায়ী করার মানসেই সরকার এই আত্মঘাতি গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।

এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে মির্জা ফখরুল বলেন, হত্যা, গুম, নির্যাতন, মামলা হামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার আদায়ে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। জনতার অধিকার প্রতিষ্ঠিত হবেই।

বিবৃতিতে নিহত ‘শহীদ’দের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমমর্মিতা জ্ঞাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।