ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী সেন্ট লুইস বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
রাজশাহী সেন্ট লুইস বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি

রাজশাহী: রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়ায় সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন লেখাধুলা ও বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।



রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

উত্তম মেষ পালক ক্যাথেড্রাল রাজশাহীর ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার মার্শেল তপ্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মিশনের মাদার আওয়ার লেডি অব সরোস সিস্টার সম্প্রদায়ের মাদার লুইজা ফালসেত্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সর্ব প্রথম শিক্ষিকা সুমিতা হাসদা, প্রধান শিক্ষিকা সিস্টার ছন্দা রোজারিও। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষিকা অনিতা সরেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।