ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত সূচিপত্র শিগগিরই প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্রের মানবন্টন নির্ধারণ করেছে। সোমবার দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় মানবন্টন নির্ধারণ করা হয়।

পরে ডেপুটি রেজিস্ট্রার(শিক্ষা-১) মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (বাংলা-০৮, ইংরেজি-০৭, পদার্থ- ও গণিত-৪৫), গণিত (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-৪৫), পর্দাথ বিজ্ঞান (বাংলা-০৮, ইংরেজি-০৭, পদার্থ-৩০ ও গণিত-১৫), পরিবেশ বিজ্ঞান (বাংলা-০৮, ইংরেজি-০৭, পদার্থ-১২, গণিত-০৯, রসায়ন-১২), পরিসংখ্যান (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-৪৫)।

ভূতাত্ত্বিক বিজ্ঞান (বাংলা-০৮, ইংরেজি-০৭, পদার্থ-১১, গণিত-১১, রসায়ন-১১, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান ১২), রসায়ন (বাংলা-০৮, ইংরেজি-০৭, ভৌত শাখার-১৫, অজৈব শাখার-১৫ এবং জৈব শাখার ১৫), অর্থনীতি (বাংলা-১০, ইংরেজি-১০, সাধারণ ও সহজ গণিত-২৫, বিষয়ভিত্তিক ইংরেজি-১০, সাধারণ জ্ঞান-০৫), নৃবিজ্ঞান (বাংলা-১০, ইংরেজি-১০, সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান ৪০), ভূগোল ও পরিবেশ (বাংলা-১০, ইংরেজি-১০, প্রাকৃতিক ভূগোল-০৭ গণিত-১০, মানবিক বা বাণিজ্যিক ভূগোল-০৮, জাতীয় বিষয়াবলী-১০, আন্তর্জাতিক বিষয়াবলী-০৫), সরকার ও রাজনীতি (বাংলা-১০, ইংরেজি-১০, পৌরনীতি-১০, আন্তর্জাতিক বিষয়াবলী-১০, বাংলাদেশ বিষয়াবলী-১০, সাধারণ জ্ঞান ও অন্যান্য-১০), লোক প্রশাসন (বাংলা-১০, ইংরেজি-১০, গণিত+আইকিউ-১০, সাধারণ জ্ঞান: লোক প্রশাসন: বাংলাদেশ ও আন্তর্জাতিক-১৫, দৈনন্দিন বিজ্ঞান-০৫, বিশ্লেষণ বিচার শক্তি-১০)

আন্তর্জাতিক সম্পর্ক (বাংলা-১০, ইংরেজি-১০, সাধারণ বিজ্ঞান-৪০), ইংরেজি বিভাগ (বাংলা-১০, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা-১০, বিষয়ভিত্তিক-৪০), ইতিহাস (বাংলা-১০, ইংরেজি-১০, বিষয়ভিত্তিক-৪০), দর্শন (বাংলা-১০, ইংরেজি-১০, গাণিতিক যুক্তি, বিশ্লেষণ বিচার শক্তি, বুদ্ধি অভীক্ষা, বৈচারিক চিন্তন ও সাধারণ জ্ঞান-৪০), নাটক ও নাট্যতত্ত্ব (বাংলা-১০, ইংরেজি-১০, বিষয়ভিত্তিক-৪০ ও ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে), প্রত্নতত্ত্ব বিভাগ (বাংলা ও ইংরেজি ২০, প্রততত্ত্ব/ইতিহাস/ভূগোল/সামজিক বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান/পর্দাথ বিজ্ঞান/রসায়ন-৩০, উদ্ভিদ বিদ্যা/প্রাণিবিজ্ঞান-০৫, সাধারণ জ্ঞান/বুদ্ধিবৃত্তিক অভীক্ষা-০৫), বাংলা (বাংলা-১০, ইংরেজি-১০, বিষয় ভিত্তিক ৪০)

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (বাংলা-১০, ইংরেজি-১০, গণমাধ্যম বিষয়ক বাংলাদেশ ও আন্তর্জাতিক -২৫, মৌখিক পরীক্ষা-০৫), চারুকলা (বাংলা-১০, ইংরেজি-১০, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য-৩০, সাধারণ জ্ঞান ১০ ও ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে)

উদ্ভিদ বিজ্ঞান (বাংলা-০৮, ইংরেজি-০৭, বিষয় ভিত্তিক-৪৫), প্রাণিবিদ্যা (বাংলা-০৮, ইংরেজি-০৭, বিষয় ভিত্তিক-৪৫), প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (বাংলা-০৮, ইংরেজি-০৭, জীববিদ্যা-২৩, রসায়ন-২২), ফার্মেসী (বাংলা-০৮, ইংরেজি-০৭, আইকিউ-১০ রসায়ন-২০, জীববিদ্যা-১৫), মাইক্রোবায়োলজি (বাংলা-০৮, ইংরেজি-০৭, সাধারন জ্ঞান-০৭, রসায়ন-১৩, উদ্ভিদ বিদ্যা-১৩, প্রাণিবিদ্যা-১২), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বাংলা-০৮, ইংরেজি-০৭, রসায়ন-১১, পদার্থ বিদ্যা-১১, জীববিদ্যা-১২, গণিত-১১), পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স (বাংলা-০৮,ইংরেজি-০৭, উদ্ভিদ বিদ্যা-১৪, প্রাণিবিদ্যা-১৪, রসায়ন-১, গণিত-০৫)

একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-২৫, ব্যবসা সংক্রান্ত সাধারন জ্ঞান-০৭, বিশ্লেষণ বিচার শক্তি-১৩), ফিন্যান্স ও ব্যাংকিং (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-২৫, ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান-০৭, বিশ্লেষণ বিচার শক্তি-১৩), ম্যানেজমেন্ট স্টাডিজ (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-২৫, ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান-০৭, বিশ্লেষণ বিচার শক্তি-১৩), মার্কেটিং বিভাগ (বাংলা-০৮, ইংরেজি-০৭, গণিত-২৫, ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান-০৭, বিশ্লেষণ বিচার শক্তি-১৩), আইন ও বিচার (বাংলা-১০, ইংরেজি-১০, সাধারন জ্ঞান-২০, বিশ্লেষণ বিচার শক্তি-২০)

আইবিএ-জেইউ- (বাংলা-০৫, সাম্প্রতিক ও বিশ্লেষণাত্বক বিষয়-৫, ম্যাথমেটিকাল অ্যাপটিচিউড ও বুদ্ধিমত্তা যাচাই-২৫, ইংরেজি-২০, মৌখিক-০৫), ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বাংলা-০৮, ইংরেজি-০৭, পর্দাথ বিজ্ঞান-২০ এবং গণিত -২৫)।

মানবণ্টন দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।