ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে রংপুরে পরীক্ষার্থী কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
এসএসসিতে রংপুরে পরীক্ষার্থী কমেছে

রংপুর: ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) রংপুর বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার ১ লাখ ১হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

যা গতবারের তুলনায় ২৩ হাজার ১৮৭ জন কম।  

 

শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

 

তিনি জানান, এবার বোর্ডের অধীনে রংপুর বিভাগের ২ হাজার ৪৫৫টি বিদ্যালয়ের ১ লাখ ১হাজার ৭৫৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৫২ হাজার ৮৯০ ছাত্র এবং ৪৮ হাজার ৮৬৩ জন ছাত্রী। গত বছর বোর্ডের অধীনে ৮ জেলায়  ১ লাখ ২৪ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।  

 

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন,‘গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ’

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষার খাতাসহ বিভিন্ন উপকরণ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।  

 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

 

এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ২০১টি ভিজিলেন্স টিম  কাজ করবে বলে তিনি জানান।  

 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।