ভোলা: ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর মধ্যে এসএসসিতে ৩২ জন, দাখিলে ৭৬ জন ও ভোকেশনালে ১০ জন।
এ বছর ভোলায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ১২৮ জন। পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৯৬ জন। অনুপস্থিত ছিল ৩২ জন।
দাখিলে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৮৩৭ জন। অনুপস্থিত ৭৬ জন।
ভোকেশনালে ৫৮৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় করেছে ৫৭৮ জন। অনুপস্থিত ১০ জন।
রোববার জেলার ৭টি উপজেলার ৫২টি ভেন্যু ও ৩৪টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১টায়।
প্রথম দিনে এসএসসিতে বাংলা ১ম পত্র, দাখিলের কুরআন মাজীদ ও ভোকেশনালে বাংলা পাঠ-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ বাংলানিউজকে জানান, প্রথমদিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪