ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরী পরীক্ষার হারিয়ে যাওয়া ১৬৪টি ওএমআর সিটের সন্ধান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
কারিগরী পরীক্ষার হারিয়ে যাওয়া ১৬৪টি ওএমআর সিটের সন্ধান

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে কারিগরী শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষার হারিয়ে যাওয়া ১৬৪টি উত্তরপত্রের অপটিক্যাল মার্ক রিকগনাইশন (ওএমআর) সিটের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রাবণী রাস্তায় ওএমআর সিটের ওই প্যাকেটটি কুড়িয়ে পায়।



পরে সে প্যাকেটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বাপ্পু সিদ্দিকীর কাছে জমা দেয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পোস্ট অফিসে রিকশাযোগে নিয়ে যাওয়ার পথে ওই ওএমআর সিটের প্যাকেটটি হারিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ মাইকিং করে হারানো প্যাকেট ফিরিয়ে দিলে সন্ধানদাতাকে ৫০০০ টাকা পুরস্কার ঘোষণা করে।

সোমবার দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবপোর্টাল বাংলানিউজে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে, ওএমআর সিট কুড়িয়ে পাওয়া ছাত্রী বোয়ালীগ্রামের শ্রাবণী অর্থ পুরস্কার গ্রহণ করতে রাজি হয়নি। তার বিদ্যালয়কে একটা বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেই সে খুশি বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।