ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএস: রায় দেখে ব্যবস্থা নেবে পিএসসি

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
৩৪তম বিসিএস: রায় দেখে ব্যবস্থা নেবে পিএসসি

ঢাকা: উচ্চ আদালতের রায় হাতে পাওয়ার পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বাদ পড়া আদিবাসীদের যোগ করে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আবারও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



এক রিট আবেদনের নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আদালতের আদেশ এখনও পাইনি। মুখে মুখে শুনেছি। রায়ের কপি দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। ’


গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

এরপর পুনর্মূল্যায়িত ফলে ফের আদিবাসীরা বাদ পড়ে বলে অভিযোগ উঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ জনের নাম ছিল না।

বাদ পড়া ৫৯ জন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ৩১ জুলাই আদালত রুল জারি করে।

এরপরই মঙ্গলবার আদালত বাদ পড়াদের যোগ করে ফল প্রকাশের আদেশ দিয়েছেন।


এর আগে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

গত মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।