ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির কর্মকর্তা নির্বাচন চলছে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জবির কর্মকর্তা নির্বাচন চলছে

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) প্রথমবারের মতো কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৪ চলছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

চলবে দুপুর ২টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নির্মলেন্দু বিশ্বাস বাংলানিউজকে বলেন,সুষ্টভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে একুশটি পদেও বিপরিতে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ১৩১ জন ভোটাধিকার তাদের ভোট প্রয়োগ করবেন।

এবারে ‘জিয়াদ-কামাল’ ও ‘রেজাউল-আলতাফ’ নামের দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী-পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোহাম্মদ ইদ্রিস আলী এবং কোষাধ্যক্ষ পদে
রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহাম্মদ রাশেদ কাজী প্রতিদ্বন্দিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা,১৩ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।