ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
রাবিতে ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মৌখিক পরীক্ষা চলাকালে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আইন অনুষদের ‘বি’ ইউনিটের মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।



আটক ভুয়া পরীক্ষার্থীরা হলেন, বক্সবাজারের ফরহাদ হোসেন, পটুয়াখালীর সজীব ও রাজশাহীর সুলতানাবাদ এলাকার নমাউল।
 
রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, বি ইউনিটের মৌখিক পরীক্ষার গ্রহণের সময় ওই  তিন পরীক্ষার্থীর হাতের লেখা ও ছবিকে কোনো মিল পাওয়া যায়নি। তাদের মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।