ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
জবি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে

জবি: হল উদ্ধারের দাবিতে স্মারকলিপি দিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অবস্থান করেছেন বলে

 

জানিয়েছেন ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য ও জবি সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন।

 

বেলা সোয়া ১২টার দিকে রায় সাহেববাজার মোড় অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। বেলা ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিভোভ প্রদর্শন করে । এসময় হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে ক্যাম্পাস ত্যাগ করে।

 

সংহতি প্রকাশ 

এদিকে হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তারা। শিক্ষার্থীদের যৌক্তিক

আন্দোলনে শিক্ষক-কর্মকর্তাদের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তারা।

 

শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. সেলিম বলেন, বেদখল হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের এ আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আন্দোলনকারীদের প্রতি শিক্ষকদের সর্বাত্মক সমর্থন রয়েছে।

 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদেরও আবাসন সংকট রয়েছে। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরা সমর্থন জানাচ্ছি।

 

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।