ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
সাতক্ষীরায়  ৪ শিক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরা: সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- আরিফুল ইসলাম, আবু আব্দুল্লাহ, অভিক বিশ্বাস ও আলামিন হোসেন।



রোববার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে জেলার আশাশুনি উপজেলার আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ৩ জন ও দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জনকে নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব আশরাফুন নাহার নার্গিস বাংলানিউজকে জানান, আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) এবাদত হোসেন নকলসহ ৩ জনকে আটক করেন। পরে তাদের বহিষ্কার করা হয়।

অপরদিকে, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তাজ আলী বাংলানিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম নামে ১ পরীক্ষার্থীকে নকলসহ আটক করেন। পরে তাকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।