ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে জোহা ও মাতৃভাষা দিবসের কর্মসূচি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
রাবিতে জোহা ও  মাতৃভাষা দিবসের কর্মসূচি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জোহা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী জোহা দিবস।

এ দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানকালে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের রিডার ড.মোহাম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন।

তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়।

দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ।

সকাল ৭টার দিকে আবাসিক হলসমূহসহ বিভিন্ন পেশাজীবী সমিতি ও সংগঠনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। ৭টা ১৫মিনিটে ও সাড়ে ৭টার দিকে যথাক্রমে রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলের প্রভাত ফেরি এবং শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ।

সকাল ৭টা ৪৫ মিনিটে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রভাত ফেরি এবং শহীদ ড. জোহার মাজার ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। সকাল ৯টার দিকে রাবি কর্মকর্তা সমিতি কার্যালয়ে আলোচনা সভা।
 
সকাল ১০টার দিকে সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা প্রদান করা হবে। এতে স্মারক বক্তা থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আবুল ব‍ারাকাত। বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হবে।  
 
এদিকে, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাবিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন ও আবাসিক হলসমূহসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

সকাল ৭টা থেকে বিভিন্ন পেশাজীবী সমিতি, সংগঠন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। সকাল ৮টা ৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি কর্মকর্তা সমিতির আলোচনা সভা এবং সাড়ে ৯টায় শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা।

সকাল ১০টার দিকে সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা।

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা। বাদ জুম‍া কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

ওইদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।