ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে বৃটিশ কাউন্সিলের শিক্ষামেলা বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
সিলেটে বৃটিশ কাউন্সিলের শিক্ষামেলা বুধবার

সিলেট: বৃটিশ কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মত সিলেটে শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার সিলেটের রোজভিউ হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃটিশ কাউন্সিল বাংলাদেশ’র পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম-এর পরিচালক রবিন ডেভিস এবং বৃটিশ কাউন্সিল বাংলাদেশ সার্ভিসেস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিং-এর প্রজেক্ট ম্যানেজার এম. জহির উদ্দিন।

বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই শিক্ষা মেলা। প্রথমবারের মত আয়োজিত এই মেলায় বৃটেনের খ্যাতনামা বিপিপি ইউনিভার্সিটি, বাক্স নিউ ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি, গাওয়ার কলেজ সোয়ানসি, লন্ডন স্কুল অব কমার্স, লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটি, বার্মিংহাম ইউনিভার্সিটি কলেজ ও লন্ডন ইউনিভার্সিটি অব গ্রিনউইচসহ বিলেতের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

মেলায় এ সব প্রতিষ্ঠানের কোর্স, ফি, স্কলারশিপ সুবিধাসহ অন্যান্য তথ্যাদি জানা যাবে। এছাড়া, বৃটিশ কাউন্সিল পরিচালিত ইংরেজি  শিক্ষক কোর্স ও আন্তর্জাতিক মানের শিক্ষাগত যোগ্যতা অর্জন সম্পর্কিত বিভিন্ন তথ্যও দর্শনার্থীরা জানতে পারবেন।

মেলা প্রবেশের জন্য যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, কেবলমাত্র তারাই মেলায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বৃটিশ কাউন্সিলের ওয়েব সাইট থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি, ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।