ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির উপাচার্য প্যানেল নির্বাচন বৃহস্পতিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
জাবির উপাচার্য প্যানেল নির্বাচন বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শিক্ষকদের দুটি গ্রুপের ৩ জন করে দুটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।



এদিকে, বিদ্যমান সিনেটের ৯০ ভাগ সিনেটরের মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষকদের জোট’।

জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এই ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, গাণিতিক
ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ফারজানা ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপরদিকে, ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষকদের জোট’ ব্যানারে সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস, বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন ও উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ নির্বাচনে
অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বিদ্যমান সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে ৭৮ সিনেটরের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তাই এই সিনেট দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা স্থগিতের দাবি জানিয়েছে ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষকদের জোট’।

তাদের মতে, চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য যে নির্দেশনা জারি করেছে তা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। যে সিনেটে নির্বাচনের কথা বলা হয়েছে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৬৩ জন সিনেটরের সদস্য পদ মেয়াদত্তীর্ণ।

এছাড়াও ১৬ বছর ধরে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধিদের ২৫ জন, জাকসু প্রতিনিধিদের ৫ জন এবং শিক্ষক প্রতিনিধিদের ৩৩
জনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

মেয়াদ উত্তীর্ণ সিনেটের মাধ্যমে অনুষ্ঠিতব্য উপাচার্য প্যানেল নির্বাচন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে পারে বলে তারা মনে করছেন।

এর আগে ২০১২ সালের ২০ জুলাই মেয়াদোত্তীর্ণ এই সিনেটরদের মাধ্যমে অধ্যাপক মো. আনোয়ার হোসেন নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ওই দিনটিকে প্রতি বছর ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে।

রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বিদ্যমান সিনেটে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন।

শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১২ জানুয়ারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলে উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক এম এ মতিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিয়ে এক মাসের মধ্যে বিদ্যমান সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া নির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।