ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকার ফলাফল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।
এজন্য ম্যাসেজ অপশনে গিয়ে NU AT পরীক্ষার রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.edu.bd/admissions থেকে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.edu.bd এবং www.nubd.info -তে দেওয়া আছে।
গত ২৭ ডিসেম্বর সারাদেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে দুই লাখ ৪৭ হাজার ১৪৫ আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এক মাসের মাথায় ২৭ জানুয়ারি প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রথম মেধাতালিকাভুক্ত এক লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সব পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।
প্রথম দফায় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪