ঢাকা: বুধবার শেষ হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজিত ইডটকো ষষ্ঠ বুয়েটডিসি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৪। এতে ১০০টিরও বেশি জাতীয় পর্যায়ের বিতর্ক দল অংশ নেয়।
প্রতিযোগিতাটি আন্ত:বিদ্যালয় বাংলা বিতর্ক, আন্ত:ক্লাব বাংলা বিতর্ক (যেকোন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাবের জন্য উন্মুক্ত) এবং আন্ত:বিদ্যালয় ইংরেজি বিতর্ক(স্কুল ও কলেজের জন্য উন্মুক্ত) এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আন্ত:বিদ্যালয় বাংলা বিতর্ক পর্যায়ে সেন্ট যোসেফ বিদ্যালয়ের বিতর্ক দল প্রথম স্থান এবং মতিঝিল আইডিয়াল স্কুল বিতর্ক দল ২য় স্থান অধিকার করেছে।
আন্ত:ক্লাব বাংলা বিতর্ক পর্যায়ে বুয়েট নান্দিনিক প্রথম স্থান এবং গ্রæপ অফ ডিবেটরস দ্বিতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতাটির প্রধান পৃষ্ঠপোষক দেশের যোগাযোগ পরোক্ষ অবকাঠামো সেবা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের ডিরেক্টরেট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার এর ডিরেক্টর ড. মোহম্মদ দেলোয়ার হোসেন এবং ইডটকো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ডি রল্ট।
এছাড়াও উপস্থিত ছিলেন ইডটকো বাংলাদেশের জেনারেল ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন) ফারজানা হাসান।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪