ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩২তম বিসিএস: নন-ক্যাডার পদে নিয়োগ পেলেন ৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
৩২তম বিসিএস: নন-ক্যাডার পদে নিয়োগ পেলেন ৫ জন

ঢাকা: ৩২তম বিসিএসে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে পাঁচ প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ তাদের নিয়োগ দেওয়া হয়।



ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়োগ পেয়েছে রেজি নং ২১২৫৮৩ ও ০১৫২৫৬।

আর উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ৩৬৪৯০২, ০২৩৭৫৮ ও ০০২৪৮২ নম্বর রেজিস্ট্রেশনধারী।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বপ্লতায় ক্যাডার পদে সুপারিশকৃত নয় এমন পাঁচ প্রার্থীর তথ্য বিভ্রাটের কারণে ফল স্থগিত রাখা হয়েছিল। গত বছরের ৩ অক্টোবর স্থগিতাদেশ দেওয়া হয়।

কমিটির কাছে যথাযথ প্রমাণপত্র দেওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে কোন ঘাটতি ধরা পড়লে মনোনয়ন বাতিল হবে।

প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও জীবন বৃত্তান্ত যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়োগ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।