ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
রাবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড করেছে আন্তর্জাতিক একটি হ্যাকার গ্রুপ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল সাইটটি হ্যাকড করা হয়।

এতে রাত থেকেই আর বিশ্ববিদ্যালয়ের সাইটটিতে কেউ প্রবেশ করতে পারছে না।

তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তথ্যগুলো বিশ্ববিদ্যালয়ের সার্ভারে আলাদা ওয়েবসাইটে থাকায় তার কোনো ক্ষতি করতে পারেনি হ্যাকাররা।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায় সাইটটি হ্যাকড করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিভিন্ন নোটিশ ও মেধাক্রম সাইটটিতে আলাদা ভাবে থাকায় বেঁচে গেছে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী।

‘বিয়াং কিরক্স টিম’ নামের ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ এই সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে শুক্রবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ছাড়া অন্য কোনো বিষয় ওই সাইটে দেখতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কম্পিউটার সেন্টার প্রশাসক খাদেমুল ইসলাম মোল্ল্যা বলেন, প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইটি হ্যাকড করেছে বলে জানা গেছে। তবে বাংলাদেশের কেউ এ কাজে জড়িত কিনা আমরা সেটা ক্ষতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।