ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথের হল ফিরিয়ে দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
জগন্নাথের হল ফিরিয়ে দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দখল হওয়া হলগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক সময় বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা ও অবকাঠামো ছিল।

কিন্তু কালক্রমে তা বেহাত হয়েছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের জমি ফেরত চাই। এজন্য দলিলাদি দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দখল হওয়া আবাসিক হল উদ্ধারের জন্য বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
 
শিক্ষামন্ত্রী বলেন, আমি আজই চারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে।

আমি দখল হওয়া হল ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, বলেন শিক্ষামন্ত্রী।

প্রয়োজনে ঢাকার আশেপাশে আবাসিক হল স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য আমরা জমি খুঁজছি।  

শিক্ষার্থীরাও যেন পড়াশোনার পরিবেশ ঠিক রাখে সেজন্য আহ্বান জানান নাহিদ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।