রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আবু সাইদ নামে আরো এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছবির সঙ্গে ভর্তি হতে আসা শিক্ষার্থীর ছবির মিল না পাওয়ায় সোমবার দুপুরে আইন অনুষদ থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সাইদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোজাম্মেল হকের ছেলে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ভর্তি হতে এসে একই কারণে রামকৃষ্ণ দাস নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে অনুষদ। এছাড়া, ১৩ ফেব্রুয়ারি আইন অনুষদের মৌখিক পরীক্ষাচলাকালে হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল না থাকায় তিন পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
অনুষদের শিক্ষকরা জানান, আইন বিভাগে ভর্তির জন্য গত ২০ ফেব্রুয়ারি আবু সাঈদ মায়ের অসুস্থতার কথা বলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনুষদে পাঠায়। তার ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ছবির সঙ্গে বর্তমান ছবি ও স্বাক্ষরের মিল না থাকায় শিক্ষকদের সন্দেহ হয়। এরপর শিক্ষকরা ওই শিক্ষার্থীকে ভর্তি হওয়ার কথা বলে ডেকে আনেন।
সোমবার দুপুরে ওই শিক্ষার্থী আইন অনুষদে আসলে শিক্ষকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই শিক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে আবু সাঈদ শিক্ষকদের জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থী ৫০ হাজার টাকার বিনিময়ে তার পক্ষে পরীক্ষায় অংশ নিয়েছিলো। এমনকি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষাতেও সেই শিক্ষার্থী অংশ নেয়।
পরে আবু সাঈদ এ বিষয়ে লিখিত স্বীকারক্তি দিয়েছে।
আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪