রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বসী প্রগতিশীল শিক্ষকদের ‘হলুদ প্যানেল’।
নির্বাচনে সভাপতি হিসেবে জয় পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রণব কুমার পাণ্ডে।
রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবার ভোট পড়েছে মোট ৮২ ভাগ। মোট ১ হাজার ১৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯শত ৬৯ জন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম।
এছাড়াও হলুদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন ইতিহাস বিভাগের শিক্ষক মর্ত্তুজা খালেদ, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের শিক্ষক এম হাবিবুর রহমান এবং যুগ্ম- সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. মশিহুর রহমান।
নির্বাচনে জয়ী কার্যনির্বাহী কমিটির অন্য ১০ সদস্যরা হলেন- সমাজকর্ম বিভাগের শিক্ষক কেএম রবিউল করিম, পরিসংখ্যান বিভাগের কুমার কর্মকার, চারুকলা বিভাগের গোলাম ফারুক, মার্কেটিং বিভাগের এনায়েত হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মো. আশাদুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোসা. ফেরদৌসী মহল, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের মো. আতোয়ার রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রুবাইয়াত ইয়াসমিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আশরাফ উজ জামান।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪