ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দায়িত্ব নিলেন প্রথম নারী ভিসি

জাহাঙ্গীরনগর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
জাবিতে দায়িত্ব নিলেন প্রথম নারী ভিসি ড. ফারজানা ইসলাম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

রোববার দুপুরে তিনি ১৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

১৮তম উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।  

 

২০ ফেব্রুয়ারি উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন ড. ফারজানা ইসলাম। দ্বিতীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন ও তৃতীয় হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন।  

 

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ  ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।