ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রোব ও সোমবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।
গত বছর ইউনিট ভেদে ভর্তি ফি ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছিল।
প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেরোবি শাখার সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক উৎপল কুমার মহন্ত ও সাংগঠনিক সম্পাদক যুগেশ ত্রিপুরা ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেছেন, ভর্তি ফি বাড়ানোর ফলে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।
এ দাবি আদায়ে তারা ২ ও ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন তারা।
কেন ভর্তি ফি বাড়ানো হয়েছে এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের খরচ বৃদ্ধির কারণে ভর্তি ফি বাড়ানো হয়েছে বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা।
এ বছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৯৫টি, ‘বি’ ইউনিটে ৩৬০টি, ‘সি’ ইউনিটে ২৪০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি, ‘ই’ ইউনিটে ৯০টি এবং ‘এফ’ ইউনিটে ১২০টি আসন রয়েছে।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নূর-উন-নবী চৌধুরী সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের হল অ্যাটাচমেন্টের কারণে ফি বাড়ানো হয়েছে। এ ছাড়াও ডিপার্টমেন্টের কিছু ফির কারণে ভর্তি ফি বেড়েছে।
তিনি আরোও জানান, ছেলেদের একটি হল চালু করা হয়েছে। আর একটি চলতি বছরের জুনের মধ্যে চালু করা হতে পারে। সে ক্ষেত্রে আবাসিক সংকট অনেকটাই কমে যাবে।
বিশ্ব বিদ্যালয়ের ৬টি অনুষদের ২১টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ২৪৫টি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে ২ থেকে ৪ মার্চ ভর্তি হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪