ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
জাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।



শনিবার রাতে ভর্তি পরিক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের জন্য উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদকে প্রধান এবং ডেপুটি রেজিস্ট্রার(শিক্ষা) মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়া আটককৃতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যরা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এই চক্রের মুল হোতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ব বিভাগের ৪২তম মো. সাহেদ আলীর নাম জানায়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।