ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি খুলছে ১০ মার্চ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
রাবি খুলছে ১০ মার্চ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে (১০ মার্চ) সোমবার।

রোববার (০৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চলমান সঙ্কট সমাধান করে ক্যাম্পাস খুলে দিতে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন অনুষদ ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় মিলিত হন।

উপাচার্য দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাদের পরামর্শ চান। সেখানে উপস্থিত ব্যক্তিরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতি ও সৃষ্ট সেশন জট কমানোর নিরসনের প্রতি গুরুত্ব আরোপ করে কিছু পরামর্শ দেন।

তারা অনির্ধারিত বন্ধের কারণে সৃষ্ট সেশন জট নিরসনে প্রয়োজন হলে নির্ধারিত রুটিনের বাইরেও অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করারও পরামর্শ দেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কটের সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহার করলেও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু রাখার ব্যাপারে অনড় রয়েছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সব দাবি আদায়ের ব্যাপারে অনড় রয়েছেন। দাবি আদায় না হলে ক্যাম্পাস খুললে আবারো আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।