ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে রিলিজ স্লিপে ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে।
যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, ভর্তি বাতিল করেছে এবং মেধা তালিকায় স্থান বরাদ্দ পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি সে সকল শিক্ষার্থীরা রিরিজ স্লিপ নিয়ে ভর্তির সুযোগ পাবে।
এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে ফরম সংগ্রহ করতে হবে।
এছাড়াও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হয়েছে এবং সকল কোটার মেধাভিত্তিক তালিকা আগামী ৮ মার্চ বেলা তিনটার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
এজন্য যেকোন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে NU<space>AT<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠালে ফলাফল জানা যাবে।
একই দিন রাত ৯টায় ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪