ঢাকা: দেশের তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলেজ ছাত্রদের অংশগ্রহণে ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) ৬ থেকে ৮ মার্চ রাজধানীতে আয়োজন করেছে ‘এসইএল ৩য় আইএফপি জাতীয় আন্তঃকলেজ পরিবেশ বির্তক প্রতিযোগিতা-২০১৪’।
সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিলে আইএফপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনিশিয়েটিভ ফর পিসের প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফুর রহমান। সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
লক্ষ্যগুলো হলো:
১. তরুণদের পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে সচেতন করা।
২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন সাম্প্রতিক ইস্যু ছাত্র,শিক্ষক, সাধারণ মানুষের নিকট তুলে ধরা।
৩.সমাজে পরিবেশবাদী তৈরী
৪.পরিবেশ সমস্যা সমাধানে নতুন ধারণা উদ্ভাবন
৫.পরিবেশ বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ৬ মার্চ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ৮ মার্চ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
পরিবেশ বিতর্কের এই প্রতিযোগিতায় সহ-আয়োজক ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ),বিতর্ক ব্যবস্থাপনায় ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ
(ডিসিআরসি) এবং সহযোগিতায় আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।
পরিবেশ বিতর্কের এই আয়োজনে টাইটেল স্পন্সর করেছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড(এসইএল)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনিশিয়েটিভ ফর পিস এর (আইএফপি)’র চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, টাইটেল স্পন্সর দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল, জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাইদ রানা, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারসের মহাসচিব শেখ মুহাম্মদ মেসবাহ আর রহমান, ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (ডিসিআরসি) এর মডারেটর আকমল হোসেন, ডিবেট ফর হিউম্যানিটির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল জুনাইদ,সিটিজেন রাইটস মুভমেন্টসের মহাসচিব তুষার রেহমান, আইএফপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা,মার্চ ০৩,২০১৪