যশোর: যশোরের শার্শায় জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন (জেবিসিইএ) পরিচালিত স্কুল মিড ডে মিল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
ডিহি উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেবিসিইএ প্রতিনিধি তমোকো মাতসুমোতো, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
সেখানে বক্তব্য রাখেন- পঞ্চগড়ের নগরকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, শার্শার ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরবাংহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান ও নাটাদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ।
সভা সঞ্চলনা করেন জেবিসিইএ’র কান্ট্রি ডিরেক্টর আনিছুর রহমান। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে টিফিনের খাবার বিতরণ পরিদর্শন করেন।
জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন (জেবিসিইএ) পরিচালিত স্কুল মিড ডে মিল প্রকল্পের আওতায় যশোর ও পঞ্চগড় জেলায় ৬টি স্কুলে শিক্ষার্থীদের টিফিনে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪