শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কতিপয় শিক্ষার্থীর হল ও ক্যাম্পাসে ফাও খাওয়া এবং নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার শাবিপ্রবি ছাত্রলীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল ডাইনিং ও ক্যাম্পাসে ফাও খাওয়া, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারকারী এবং মাদকসেবীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস, শাহাদাত হোসেন শিশির, রাসেন্দ্র দাস, সাইফুল ইসলাম সাকিব ও মহিউদ্দিন পলাশ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪।