জবি: স্থান পরিবর্তন! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ৩৮ শতাংশ জায়গায় অবস্থিত বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখা এখন মতিঝিল।
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার মূল ফটকের সামনে এমনি এক ব্যানার টানিয়ে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণ না করা হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান তারা।
এদিকে, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দাবি আদায়ে প্রতিবাদ জানাচ্ছে।
শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ হয়ে গেছে সদরঘাট মুখী সব ধরনের যান চলাচল।
বেদখল হল উদ্ধার ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অপসারণ ও নতুন হল নির্মাণসহ ৬ দফা দাবিতে বুধবার বিক্ষোভ শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
ক্লাস বর্জন করে ৮ দফা দাবিতে জবি শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করছেন শিক্ষকরা।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সাজোয়াযানসহ বিপুল সংখ্যক ৠাব-পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪