ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বেদখল হওয়া হল উদ্ধারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
বেদখল হওয়া ১০টি হলের মধ্যে বৃহস্পতিবার তারা বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুর সোয়া দুইটায় হলের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন ‘বেদখল হল উদ্ধার আন্দোলন কমিটি’র আহ্বায়ক শরিফুল ইসলাম।
তিনি ঘোষণা দিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেদখল হওয়া হল বজলুর রহমান হল উদ্ধারে অভিযান চালাবে।
তিনি সব শিক্ষার্থীকে যথাসময়ে অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, বুধবারও জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুরান ঢাকা ছিল উত্তাল। তাদের আন্দোলনের কারণে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখাটি মতিঝিলে স্থানান্তর করা হয়েছে।
এ জন্য বাংলাদেশ ব্যাংক শাখাটির সামনে একটি ব্যানার টানিয়ে দিয়েছে।
** জবির আন্দোলনে রাঙ্গার একাত্মতা, তবে...
** হল উদ্ধারে জবি শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ শুরু
** বাংলাদেশ ব্যাংকের স্থান পরিবর্তন!
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪