ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
শাবিপ্রবিতে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘যুব উন্নয়নে ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি’তে দুপুর ১টার দিকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে জানানো হয়, এ এওয়ার্ডের পেতে শিক্ষার্থীদের তিন স্তরে অনুশীলন করতে হয়। ব্রোঞ্জ স্তরে ছয় মাস, সিলভার স্তরে ছয় মাস, গোল্ড স্তরে ১২ মাস অনুশীলন শেষে জার্নালে সংরক্ষণ করতে হয়।
 
জার্নাল মূল্যয়নের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানান সেমিনারের প্রধান বক্তা ও ‘ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ এর বাংলাদেশের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফুল হুদা।

বাংলাদেশে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে এটি। সারা বিশ্বের ১৪৪টি দেশের আট মিলিয়ন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করছেন বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন স্বাতী, প্রভাষক মোস্তফা কামাল মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।