রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিবিএ প্রোগ্রামে প্রথমবর্ষের প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ১০ ও ১১ মার্চ শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২, ৩ ও ৪ মার্চ মেধা তালিকা থেকে ১ হাজার ২৪৫টি আসনের বিপরীতে মোট ১ হাজার ১১৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।
আসন শুন্য থাকা সাপেক্ষে আগামী ১৩ মার্চ দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হবে এবং ওই তালিকা থেকে ২৩ ও ২৪ মার্চ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
এদিকে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। বিষয় বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে ১৮ মার্চ এবং ভর্তি নেওয়া হবে ২৩ ও ২৪ মার্চ।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। আর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪