ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১০ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবে রাবি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
১০ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবে রাবি শিক্ষার্থীরা

রাজশাহী: আগামী ১০ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবে রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনে পুলিশ- ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১০ মার্চ কালো ব্যাচ ধারন, ১১ মার্চ শহীদ শামসুজ্জোহা স্মরণে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও শিক্ষা বাণিজ্যকরণ বিরোধী শপথ বাক্য পাঠ করা হবে।

এছাড়া শপথ বাক্য পাঠের পর নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন। এসময় অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে, রাবির আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে রোববার। পরদিন থেকে ক্লাস শুরু হবে। তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। ৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।