ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি’র হল উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
জবি’র হল উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হল উদ্ধারের দাবিতে জবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধান এবং ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।

রোববার দুপুরে পুরান ঢাকার ইসলামপুরে জাহাঙ্গীর টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী সমিতি এ আহ্বান জানায়।



সংবাদ সম্মেলনে পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল পুনরুদ্ধার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
 
এ সময় তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ব্যবসায়িক পরিস্থিতি নিরাপত্তাহীনতায় পড়েছে।

ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে উদ্ভূত সমস্যাটি দ্রুত সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।