ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রজতজয়ন্তীতে আইইএলটিএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
রজতজয়ন্তীতে আইইএলটিএস ছবি : জাহিদুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম’ (আইইএলটিএস)-এর রজতজয়ন্তী (২৫ বছর) পূর্তি হলো রোববার।

এ উপলক্ষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে আইইএলটিএসের বর্তমান চিত্র তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ।


 
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বহু শিক্ষার্থী আইইএলটিএস করে তাদের ক্যারিয়ারে অনবদ্য স্বাক্ষর রেখে চলেছেন।

গত বছর ২ মিলিয়ন টেস্ট নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়ে আইইএলটিএস, বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সঞ্জীব মিলতা জানান, বিশ্বের প্রায় আট হাজার প্রতিষ্ঠান আইইএলটিএসকে তাদের নির্ভয়যোগ্য স্কোর হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ডিরেক্টর (এক্সামিনেশন সার্ভিস) সাইথ এশিয়ার স্টিভ এডামস বলেন, ব্রিটিশ কাউন্সিল ১৩৬টি দেশে আইইএলটিএস সেবা প্রদান করে যাচ্ছে এবং বিশ্বের প্রায় নয় হাজার সংগঠন ইংরেজি ভাষার জন্য এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে।

এ পদ্ধতি অনেক নিরাপদ ও সহজ বলে সবার কাছে সহজেই গ্রহণযোগ্য হয়েছে। এটি বিশ্বের কাছে সহজে পৌঁছানোর দ্বার উন্মোচন করেছে। দক্ষিণ এশিয়া সাতটি দেশ নিয়ে গঠিত হলেও বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।  

অনুষ্ঠানে আরো জানানো হয়, বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ভাষা টেস্ট আইইএলটিএস। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এর প্রসার। তিনটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে- ব্রিটিশ কাউন্সিল, ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এবং আইডিপি এডুকেশন।

প্রতিবছর আইইএলটিএস টেস্টে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ২০ লাখ। বিশ্বের ১৩৬টি দেশের প্রায় নয় হাজার প্রতিষ্ঠান আইইএলটিএস গ্রহণ করে থাকে।
 
এদিকে, আইইএলটিএসের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিরেক্টর (এক্সামিনেশন সার্ভিস) ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের দ্বীপ অধিকারী, হেড অব মাকের্টিং (কমিউনিকেশন) আর্শিয়া আজিজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।