ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা: শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিল সাউথ এশিয়ার পরিচালক মি. স্টিফান রোমান। সোমবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল।


 
শিক্ষামন্ত্রী বৈঠকে স্টিফান রোমানের কাছে বর্তমান সরকারের শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় অবহিত করেন।
 
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ খুবই প্রয়োজন।

এ সময় ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধদল ইংরেজি ভাষার প্রশিক্ষণসহ নায়েমের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রদান করে। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চশিক্ষাসহ শিক্ষার মানোন্নয়নে অধিকতর ভূমিকা রাখার ব্যাপারেও আগ্রহ দেখায়।
 
বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ ও প্রোগ্রাম পরিচালক মি. রবিন ডেভিস ও নেপাল ব্রিটিশ কাউন্সিলের পরিচালক মি. ব্রেনড্যান ম্যাকশারি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সিরাজুল হক উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।