ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগ সহ-সভাপতিকে বহিষ্কারের সুপারিশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
রাবি ছাত্রলীগ সহ-সভাপতিকে বহিষ্কারের সুপারিশ

রাবি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসানকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার বিকেলে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন জানান, মেহেদি র্দীঘদিন থেকে সংগঠনবিরোধী নানা কাজ করে আসছিলেন। সর্বশেষ গত মঙ্গলবার তিনি আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। এ জন্য তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত মেহেদি হাসান বলেন, যারা সঠিকভাবে ছাত্রলীগের রাজনীতি করেন, তাদের এ সংগঠনে জায়গা হয় না। আমি ছাত্রলীগের নোংরা রাজনীতির শিকার।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।