ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পাচ্ছে ১৫ হাজার ইবতেদায়ী শিক্ষার্থী

নুর মোহাম্মদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
বৃত্তি পাচ্ছে ১৫ হাজার ইবতেদায়ী শিক্ষার্থী

ঢাকা: প্রথমবারের মতো সারাদেশে ১৫ হাজার ইবতেদায়ী (প্রাথমিক) শিক্ষাথীদের মেধাবৃত্তি ‘ট্যালেন্টপুল’ ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দিচ্ছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংত্রুান্ত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।



বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ।

তিনি বাংলানিউজকে জানান, সোমবার মিটিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এটি এখন চিঠি আকারে বোর্ডে পাঠানো হবে।  

বৈঠক সূত্রে জানা গেছে এ বছর থেকে মাদ্রাসা পড়ুয়া ইবতেদায়ী(প্রাথমিক)শিক্ষার্থীদের মেধাকোটা ‘ট্যালেন্টপুল’ ৫ হাজার ও সাধারণ কোটায় ১০ হাজার মোট ১৫ ‍হাজার ছাত্র-ছাত্রী বৃত্তি দেওয়া হবে।
 
ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীরা মাসিক ২’শ ও বাৎসরিক ১ শ’ ৫০ টাকা এবং সাধারণ কোটায় মাসিক ১ শ’ ৫০ টাকা ও বাৎসরিক ১’শ ৫০ টাকা পাবে। এই খাতে বৃত্তির জন্য ৩ কোটি ২২লাখ টাকা বরাদ্দ রয়েছে।

এই বৃত্তির মেয়াদ হবে তিন বছর অর্থাৎ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণী পর্যন্ত এ বৃত্তি পাবে ছাত্র-ছাত্রীরা।  

বৈঠক সূত্রে আরো জানা গেছে, বৃত্তি সংত্রুান্ত ১৮টি দফা অনুমোদন করেছে এ সংত্রুান্ত কমিটি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ধারাগুলো হলো, নীতিমালা অনুযায়ী সারাদেশে উপজেলা অনুসারে নয় বরং উপজেলার মোট শিক্ষাথী অনুসারে বৃত্তির সংখ্যা নির্ধারণ করা হবে। ব্যাখ্যা হিসেবে বলা হয়, এলাকা ও স্কুল অনুযায়ী ছাত্র-ছাত্রীর সংখ্যার তারতম্য থাকায় এ সিদ্ধান্ত।

এছাড়া শিক্ষার্থীকে নূন্যতম জিপিএ-৩ পয়েন্ট পেতে হবে। এর আগে ট্যালেন্টপুলের জন্য জিপিও-৩ পয়েন্ট ও সাধারণ বৃত্তির জন্য জিপিও-২ পয়েন্ট পেতে হতো।

ইবতেদায়ী পর কোন শিক্ষা বিরতি গ্রহণযোগ্য হবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই বোর্ডের অনুমোদন হতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথী আচার আচরণ সন্তোষজনক হতে হবে।

বৃত্তি বণ্টনের ক্ষেত্রে ছেলে মেয়ে সমান হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তি পাওয়া পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পাবে। কোন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের ‍কাছ থেকে কোন বেতন চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।