ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েশা মাহমুদাকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে ঢাবি সিন্ডিকেট।
সিন্ডিকেটের সর্বশেষ বৈঠকে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ।
সম্প্রতি অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া আয়েশা মাহমুদা বিভাগের অন্য এক শিক্ষকের সঙ্গে একই কক্ষে বসতেন। কিন্তু তিনি একা সেই কক্ষে থাকতে চেয়েছিলেন। এজন্য তিনি অপর শিক্ষক জামিউন নাহারকে কক্ষটি খালি করে দিতে বলেন।
বিভাগের শিক্ষার্থী ও একাধিক শিক্ষকের অভিযোগ, আয়েশা মাহমুদা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পাশাপাশি জামিউন নাহারের সঙ্গে কেউ দেখা করতে গেলে তার সঙ্গেও বাজে ব্যবহার করতেন, যাতে তিনি শিগগিরই কক্ষটি ছেড়ে দেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আয়েশা স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। প্রজেক্টের কাজে তত্ত্বাবধায়ক জামিউন নাহারের সঙ্গে তার কক্ষে দেখা করতে গেলে তিনি (আয়েশা) ওই ছাত্রীকে কোনো কারণ ছাড়াই লাথি মারেন এবং ‘অবমাননাকর’ গালি দেন।
২০ ফেব্রুয়ারি বিভাগের চেয়ারম্যান ও ভিসির কাছে অভিযোগ করেন ওই ছাত্রী। পরে শিক্ষার্থীকে গালিগালাজ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে অভিযুক্ত শিক্ষিকার কক্ষে তালা ঝুলিয়ে তার শাস্তির দাবি করেন বিভাগের শিক্ষার্থীরা।
এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় আয়েশা মাহমুদাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো ঢাবি সিন্ডিকেট।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪