ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ দুপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ দুপুরে

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বাতিলকৃত ১৭ জেলার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৮ মার্চ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ জানান, নির্ধারিত দিন বেলা আড়াইটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত সোমবার মন্ত্রণালয় জানিয়েছিল, ওই দিন সকাল ১০টায় পরীক্ষা হবে।

তিনি জানান, ইতোমধ্যে বৈধ প্রার্থীদের মোবাইলে এসএমএস’র মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ জানানো হয়েছে। প্রার্থী লিখিত পরীক্ষায় পূর্বের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন।

প্রবেশপত্র না থাকলে বা হারিয়ে গেল পূর্বের নিয়মে http://dpe.teletalk.com.bd এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

এর আগে তিন পার্বত্য জেলা ছাড়া সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জেলায় পরীক্ষা বাতিল করা হয়।

জেলাগুলো হল- ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।

পরীক্ষার্থীগণ প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে বা বহন করতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার পূর্ব মুহূর্তে একশ্রেণির অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান ভুয়া প্রশ্নপত্র তৈরিসহ নানা রকমের প্রতারণা করে থাকে। এ সংক্রান্ত তথ্যাদি অবহিতকরণসহ অসাধু প্রতারকদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।