ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিবির নিষিদ্ধ চায় ছাত্রলীগ!

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
শাবিপ্রবিতে শিবির নিষিদ্ধ চায় ছাত্রলীগ!

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার শিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।



পরে তারা ফুড কোর্ট এসে মিছিলটি শেষ করে।

এসময় তারা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ইট পাটকেল নিক্ষেপের সন্দেহে একজন আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থীর নাম আদিব হাসান রুশ।

তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, পরিবহন বাসে ঢিল ছোড়ার সন্দেহে একজনকে আটক করেছি আমরা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।