ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার বন্ধের দিনও খুবিতে ভর্তি চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
রোববার বন্ধের দিনও খুবিতে ভর্তি চলবে

খুলনা: উপজেলা নির্বাচনের কারণে ২৩ মার্চ রোববার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বন্ধ থাকলেও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধা তালিকা থেকে ২৩ মার্চ এবং অপেক্ষমান তালিকা থেকে ৩১ মার্চ শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এ ছাড়া বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে প্রথম অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুদের ২৩ মার্চ রিপোর্ট করতে হবে। তাদের ভর্তি কার্যক্রম ২৪ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চলবে।

অন্যদিকে ২৪ মার্চ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুদের রিপোর্ট করতে হবে বলে জানান এসএম আতিয়ার।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।