ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে নেটওয়ার্কিং প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
খুবিতে নেটওয়ার্কিং প্রকল্পের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইস্ট্যাবলিশমান্ট অব বেসিক নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইন খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস’ শীর্ষক উপ-প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রকল্প কাজের উদ্বোধন করেন।

 

এ প্রকল্প বাস্তবায়ন হলে ক্যাম্পাস ভিত্তিক একটি অপটিক্যাল ফাইবার ব্যাকবোন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপদ ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এতে শিক্ষকদের গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন, দপ্তর ও বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানের গতিশীলতা বৃদ্ধি পাবে।
এছাড়া ওয়াই-ফাই জোন স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া হবে।

এ প্রকল্পের মাধ্যমে ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক হল ও শিক্ষক ডরমেটরী নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানান।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর মো. ড. রফিকুল ইসলাম, ব্যবস্থপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর শেখ মাহমুদুল হাসান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আমিরুল মোমেনীন চৌধুরী, প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং বিকল্প উপ-ব্যবস্থাপক ও প্রফেসর ড. মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:২০০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।